MCQ তে যদি পাও ফুল মার্কস
সহজ হবে HSC তে A প্লাস
মেডিকেলেও থাকবে তুমি এডভান্স
প্রিয় HSC-22 শিক্ষার্থী বন্ধুরা,
যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়; সেই স্বপ্নই বাস্তবতায় বিজয় কেতন ওড়াতে পারে। এমনই স্বপ্নপূরণে তোমরা হয়তো এখন দৃঢ়প্রতিজ্ঞ। হ্যাঁ হতেই হবে, কেননা সেই ছোট্ট বেলা থেকে শত বাধা অতিক্রম করে সময়ের পরিক্রমায় তোমরা এখন স্বপ্নপূরণের সামনে দাঁড়িয়ে। তোমাদের দীর্ঘদিনের লালন করা স্বপ্ন এখন পূর্ণতা পাওয়ার সময়। তাই এখন স্বপ্নের পথে লক্ষ্য স্থির রেখে চেষ্টার সর্বোচ্চটুকু দিতে হবে তোমাদের। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের HSC বোর্ড পরীক্ষা। আর এর পরেই স্বল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হবে তোমাদের দীর্ঘ দিনের স্বপ্নের মেডিকেল ভর্তি পরীক্ষা।
তোমরা জানো, বোর্ড পরীক্ষার পরপরই সবার আগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। MCQ পদ্ধতিতে হবার কারণে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী এই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে প্রথমেই প্রয়োজন HSC-তে GPA 5 নিশ্চিত করা। কেননা, মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ৩০০ নম্বরের মধ্যে HSC GPA স্কোর ১২৫ (৫ × ২৫), SSC GPA স্কোর ৭৫ (৫ × ১৫) এবং MCQ ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হয়ে থাকে। আর HSC-তে GPA 5 পাওয়ার সহজ উপায় হচ্ছে বোর্ড পরীক্ষায় MCQ-তে পূর্ণ নম্বর নিশ্চিত করা। পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে HSC MCQ-তে পূর্ণ নম্বর নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখার লক্ষ্যেই উন্মেষ এর এই “HSC & Medical MCQ বুস্টার কোর্স”।
যেখানে রয়েছে জীববিজ্ঞান,রসায়ন,পদার্থবিজ্ঞান এবং গণিত এর উপর ১৬টি অনলাইন ক্লাস। তোমরা যাতে বোর্ড এবং মেডিকেল স্ট্যান্ডার্ড-এ পরীক্ষা দিতে পারো এর জন্য রাখা হয়েছে সর্বমোট ২৮টি অনলাইন পরীক্ষা। এছাড়াও তোমাদের জন্য রাখা হয়েছে ৪টি প্রিন্টেড বই। তোমাদের সুবিধার্থে বইগুলোতে রাখা হয়েছে বিভিন্ন লেখকের অধ্যায় শেষের প্রশ্ন, বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন এবং বিগত ৫ বছরের মেডিকেল এন্ড ডেন্টাল প্রশ্ন। প্রত্যাশা করি এই ক্লাস, পরীক্ষা এবং প্রদত্ত বইগুলো তোমাদের প্রস্তুতিকে সুদৃঢ় করবে ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ ভার্সিটি ‘ক’ এডমিশন প্রোগ্রাম-২০২২ এ ভর্তি হলে এই কোর্স সম্পূর্ণ ফ্রি! কোনো শিক্ষার্থী এডমিশন কোর্স ব্যতিরেকে শুধুমাত্র এই কোর্সে ভর্তি হতে পারবে না।
► শুরু: ১৫ জুন, ২০২২
► কোর্স ফি: ২০০০/- (দুই হাজার টাকা)
(মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ ভার্সিটি ‘ক’ এডমিশন প্রোগ্রাম-২০২২ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এই কোর্স সম্পূর্ণ ফ্রি!)
[মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ ভার্সিটি ‘ক’ এডমিশন প্রোগ্রাম-২০২২ এ দেশব্যাপী সকল শাখায় ২,৫০০/- ছাড়ে ভর্তি চলছে]
► কোর্সটির উদ্দেশ্য:
- পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে HSC বোর্ড পরীক্ষায় MCQ-তে পূর্ণ নম্বর নিশ্চিত করা। কেননা, MCQ-তে পূর্ণ নম্বর পেলে HSC-তে GPA 5 পাওয়া সহজ হয়।
- HSC-তে GPA 5 নিশ্চিত করে মেডিকেল ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকা। কেননা, মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ৩০০ নম্বরের মধ্যে HSC GPA স্কোর ১২৫ (৫*২৫), SSC GPA স্কোর ৭৫ (৫*১৫)এবং MCQ ভর্তি পরীক্ষা ১০০ নম্বর।
- HSC বোর্ড প্রস্তুতিকে ক্ষতিগ্রস্থ না করে মেডিকেল ভর্তি প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে রাখা। কেননা, HSC বোর্ড পরীক্ষার পর মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না।
► কোর্সটিতে যা থাকছে:
- জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত MCQ বুস্টার বুক ৪টি (প্রিন্টেড)।
- প্রতিটি বিষয়ের উপর ৪টি করে মোট ১৬টি লাইভ MCQ ক্লাস (Zoom App)।
- সর্বমোট ২৮টি অনলাইন MCQ এক্সাম (HSC & Medical স্ট্যান্ডার্ড)।