প্যারালাল Text (অষ্টম-দ্বাদশ)

“না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে”, এজন্য আমরা যা-ই পড়ি না কেনো, তা যদি গুছিয়ে পড়ি এবং বাস্তব উদাহরণের মাধ্যমে রিলেট করে বুঝে বুঝে আত্মস্থ করি; তাহলে আমরা শিক্ষার প্রকৃত রসদটা খুঁজে পাবো। আর এর মাধ্যমে বোর্ড পরীক্ষাসহ ভবিষ্যতের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো। আর এই সবকিছু মাথায় রেখেই তোমাদের জন্য তৈরি করা হয়েছে আমাদের এই প্যারালাল টেক্সটগুলো। যা সহজ-সাবলীল ভাষায় অসংখ্য বাস্তব উদাহরণ, ইন্টারেক্টিভ কালার, ফ্লোচার্ট এবং প্রয়োজনীয় চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

Buy Now

প্যারালাল Text (অষ্টম-দ্বাদশ)

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

মাধ্যমিকের পড়াশোনা থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার ধাঁচ ভিন্ন এবং ব্যাপক। মাধ্যমিক পর্যন্ত যেখানে ‘বোর্ড বই’ -ই ছিল সব, সেখানে উচ্চ-মাধ্যমিকে বিষয় ভিত্তিক নির্দিষ্ট কোন বই নেই। কিন্তু বাজারে বোর্ড অনুমোদিত বিভিন্ন লেখকের অনেক বই পাওয়া যায়। একারণেই শিক্ষার্থীরা পাঠ্যবই বাছাইয়ের ক্ষেত্রে দ্বিধায় ভোগে। এছাড়া, মাধ্যমিকের তুলনায় উচ্চ-মাধ্যমিকে সিলেবাস বিশাল হওয়া সত্ত্বেও প্রস্তুতির জন্য খুবই কম সময় পাওয়া যায়। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধাপের শুরুতেই দ্বিধা-দ্বন্দ্ব থেকে মুক্তি দিতে আমাদের এই Parallel Text উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হতাশার একটি মুখ্য কারণ থাকে পাঠ্যবইয়ের তাত্ত্বিক আলোচনা বুঝতে না পারা। এজন্য শিক্ষার্থীদের মাঝে বুঝে বুঝে পড়ার প্রতি অনীহা তৈরি হয়। তারই ফলস্বরূপ শিক্ষার্থীরা HSC বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হয়।

 

তোমাদের লেখাপড়াকে আরও সহজ ও প্রাণবন্ত করে তোলার বিষয়টি মাথায় রেখে আমাদের Parallel Text বইগুলো সাজানো হয়েছে সহজ-সাবলীল ভাষায়, অসংখ্য বাস্তব উদাহরণ, গল্প. কার্টুন আর চিত্র দিয়ে। প্রতিটি টপিক নিয়ে আলোচনার পরেই রয়েছে গাণিতিক উদাহরণ; যা টপিকের বাস্তর প্রয়োগ এবং গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি পরবর্তী টপিকগুলো বুঝতেও সাহায্য করবে। তোমাদের বোঝার সুবিধার জন্য গুরুত্বপূর্ণ সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য ইত্যাদি নির্দেশকের মাধ্যমে আলাদা করা হয়েছে। এছাড়াও যেসব বিষয়ে সাধারণত ভুল হয়, সেসব বিষয় ‘সতর্কতা’ এর মাধ্যমে দেখানো হয়েছে।

 

তবে শুধু বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট নয়, তার পাশাপাশি দরকার পর্যাপ্ত অনুশীলন। আর এই বিষয়টি আরও সহজ করতে প্রতিটি অধ্যায়ের কয়েকটি টপিক শেষে যুক্ত করা হয়েছে ‘টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন ও সমাধান’। যার মধ্যে রয়েছে বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নের পাশাপাশি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। এভাবে ধাপে ধাপে অনুশীলন করার ফলে তোমরা বোর্ড পরীক্ষার শতভাগ প্রস্তুতির পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে এখন থেকেই। এছাড়াও অধ্যায় শেষে রয়েছে গুরুত্বপূর্ণ ‘প্র্যাকটিস প্রবলেম’ ও ‘গাণিতিক সমস্যাবলি’ যা অনুশীলনের মাধ্যমে তোমাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে।

 

◘ প্যারালাল Text এর অনন্য বৈশিষ্ট্যসমূহ:

  • দৃঢ় বেসিক গঠনে কনসেপ্ট ভিত্তিক বিস্তারিত আলোচনা।
  • অসংখ্য বাস্তব উদাহরণ, গল্প এবং চিত্রালোকে সাজানো।
  • সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য ইত্যাদি নির্দেশকের মাধ্যমে পৃথককরণ।
  • টপিক ভিত্তিক বোর্ড ও এডমিশন প্রশ্ন-সামাধান ব্যাখ্যাসহকারে বিশ্লেষণ।
  • প্রতিটি টপিক শেষে কনসেপ্টচুয়াল ও ব্রেইনস্ট্রমিং প্রশ্ন সংযোজন।
  • সাধারণত ভুলকৃত বিষয়গুলো ‘সতর্কতা’ এর মাধ্যমে উপস্থাপন।
  • পর্যাপ্ত অনুশীলনে প্র্যাকটিস প্রবলেম ও গাণিতিক সমস্যাবলি সংযোজন।